বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন: এডভোকেট তপু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:২৫

শেয়ার

ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন: এডভোকেট তপু
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেছেন, ফ্যাসিবাদী শক্তি এখনো ষড়যন্ত্রের জাল বুনছে, এসকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন।

বুধবার বিকাল ৫ টায় সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও নানা কৌশলে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠনের লক্ষ্যে আমাদের ঐক্য ও সতর্ক থাকা জরুরি। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী'কে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সরাইল উপজেলা বিএনপি বরাবরই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছে, আগামীতেও সকল ষড়যন্ত্র শক্ত হতে প্রতিহত করা হবে।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী'সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



banner close
banner close