বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রাজাপুরে আবারও বিএনপির দুই গ্রুপের সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৫

শেয়ার

রাজাপুরে আবারও বিএনপির দুই গ্রুপের সমাবেশ
ছবি: বাংলা এডিশন

ঝালকাঠির রাজাপুরে আবারও বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে র‍্যালি ও সমাবেশ করেছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির এক গ্ৰুপ রাজাপুর সরকারি কলেজের সামনে থেকে র‍্যালি শুরু করে। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় বক্তব্য দেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, বিএনপির নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করার জন্য, ১৯৭৮ সালে পহেলা সেপ্টেম্বর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু করেন।

তারা বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালবাসি , রাজাপুরবাসী কাঠালিয়াবাসি জাতীয়তাবাদী দলকে ভালোবাসে আগামী দিনে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব এই দেশকে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে এই জাতিকে নিয়ে যাবে, যুবসমাজকে কর্মসংস্থা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাবে। আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করবো। আমরা সামান্য কোনো বেনিফিটের জন্য কাজ করবো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারে না।

অন্যদিকে উপজেলা বিএনপির অন্য এক গ্ৰুপ বাঘড়ি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে সমাবেশ এর মধ্যে দিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

উভয় কর্মসূচিতে রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য গত ১৩ আগস্ট রাজাপুর উপজেলা মার্কেট চত্বরে বিএনপির একাংশ এবং যুবদল যুব সমাবেশ করার জন্য উপজেলা প্রশাসনের নিকট লিখিত আবেদন করে। শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন আশংকায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ সমাবেশের অনুমতি না দিয়ে ঘোষিত সমাবেশ স্থল উপজেলা মার্কেট চত্বরে ১৪৪ ধারা জারি করে।



banner close
banner close