ছবি: সংগৃহীত
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৮,৯ ও ১০ সেপ্টেম্বর তিনদিনের ছুটি বাতিল করে কেবল ৯ সেপ্টেম্বর ভোটের দিন ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন ।
তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে কেবল আগামী ৯ সেপ্টেম্বর ভোটের দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ৮ ও ১০ সেপ্টেম্বর যথারীতি ক্লাস পরীক্ষা চলমান থাকবে। নির্বাচনে অংশ গ্রহণের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে।
আরও পড়ুন:








