বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৯

শেয়ার

হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধায় বাসচাপায় ইসমাম (১২) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাম উপজেলার সিঙ্গিমারী গ্রামের নুরুজ্জামানের ছেলে এবং সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ইসমাম। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাহমিতা এক্সপ্রেস বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close