বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৪১

শেয়ার

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ( সেপ্টেম্বর) দুপুরে আমিরাবাদ কদমতলী এলাকায় ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে একটি গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন পাশের আরেকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওসমান গনী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরোনো বাংলা মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। তবে কোনো প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডে প্রায় লাখ ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। সমপরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত দুটি টিনশেড গোডাউনের একটি হাজার বর্গফুট এবং অপরটি হাজার ৫০০ বর্গফুট আয়তনের। এগুলো স্থানীয় ব্যবসায়ী মো. আলম নুরুল হকের মালিকানাধীন।



banner close
banner close