বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়ানষ্টিক সেন্টারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রেজাউল করিম, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪০

শেয়ার

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়ানষ্টিক সেন্টারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে কযেকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়, বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত পরিচালিত অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক তদারকি করা হয়।

এ তদারকির মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় যৌথ স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত, শাকিল এবং ওলি, জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মো. মমিনুল ইসলাম এর নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । এ সময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।



banner close
banner close