বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর অসহায় রশিদার পাশে বিএনপির তিন নেতাসহ অনেকেই

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২২

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর অসহায় রশিদার পাশে বিএনপির তিন নেতাসহ অনেকেই
ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত বিধবা রশিদা, অনাহারে শারীরিক প্রতিবন্ধীসহ দুই সন্তান এই শিরোনামে বাংলা এডিশনে প্রকাশিত সংবাদটি নজর কেড়েছে অনেকের। মানবিকতার টানে এগিয়ে আসেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রশিদা বেগমের চিকিৎসায় অর্থ সহায়তা করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও বিএনপি নেতা এস এন তরুণ দে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন এবং জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তাঁরা তিনজনই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

রাজনৈতিক নেতাদের পাশাপাশি অসহায় রশিদা ও তার শারীরিক প্রতিবন্ধী সন্তান আলিফের পাশে দাঁড়িয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সবার সার্বিক সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে তার চিকিৎসার প্রথম ধাপের একটি অপারেশন।

রশিদা বেগমের চিকিৎসা কার্যক্রমে মুখ্য ভূমিকা রাখা সরাইল রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম সুমন বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাই বাংলা এডিশনের মানবিক সাংবাদিকতাকে। সংবাদ প্রকাশের পর অনেকেই এগিয়ে আসায় রশিদা বেগমের চিকিৎসা চলমান রাখতে পেরেছি। যারা সহযোগিতা করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সবার সহায়তায় তিনি সুস্থ জীবনে ফিরে আসবেন এটাই প্রত্যাশা।’



banner close
banner close