বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

চবি শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৫

শেয়ার

চবি শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আট
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন, হাসান প্রকাশ হাসাঈন, রাসেল প্রকাশ কালো রাসেল, মো. আলমগীর, মো. নজরুল ইসলাম, মো. জাহেদ, মো. আরমান ও দিদারুল আলম।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে হাটহাজারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।’



banner close
banner close