বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৩

শেয়ার

টাঙ্গাইলে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে পৃথক অভিযানে হাজার ৭শপিস ইয়াবা পরিত্যক্ত ৯৪ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র্যাব-১৪।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) রাতে র্যাব-১৪ সিপিসি- এর কোম্পানী কমান্ডার কাওসার বাধন তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান।

এর আগে দুপুরে মির্জাপুরে সদর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) এবং একই এলাকার ট্রাক চালক শাহিন আলম।

কোম্পানী কমান্ডার কাওসার বাধন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সিলেট থেকে বালু বোঝাই একটি ট্রাকে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশী চৌকি স্থাপন করে। এসময় বালু ট্রাকে তল্লাশীকালে হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধাররত ইয়াবার মূল্য আনুমানিক ২০ লাখ ১০ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে,টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য লাখ ৮২ হাজার টাকা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর এবং টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধরণের অভিযান অব্যহত থাকবে।



banner close
banner close