ছবি: সংগৃহীত
গাজীপুরের দাক্ষিণখানে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত আরেকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:








