বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫৩

শেয়ার

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরমান ইয়াবাসহ আব্দুর রহিম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের জাফরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক আব্দুর রহিম একই এলাকার নসকর আলীর ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে গণমাধ্যমে পাঠানো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার মামুন ফিলিং স্টেশনের সামনে ও অভিযুক্তের গুদামঘরে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় আটককৃত আব্দুর রহিমের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন।



banner close
banner close