মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মেহেরপুরে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে কৃষক নিহত, তিনজন পুলিশ হেফাজতে

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৫৬

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৫৭

শেয়ার

মেহেরপুরে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে কৃষক নিহত, তিনজন পুলিশ হেফাজতে
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর সদর উপজেলার কালি গাংনী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে মফেজ আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গ্রামের ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফেজ আলী ওই গ্রামের জামাল আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক চায়ের দোকানে ইউপি সদস্য কাসেম আলী এবং বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় মফেজ আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি পরিস্থিতি শান্ত করতে গেলে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাটি তদন্তের অংশ হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তারা হলেন: শুকুর আলীর ছেলে প্রবাস ফেরত জিনারুল ইসলাম, বিএনপি কর্মী সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, "ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধাক্কাধাক্কির সময় পড়ে গিয়ে মফেজ আলীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।



banner close
banner close