মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভোলাহাটে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সামারসিবল পাম্প বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৪০

শেয়ার

ভোলাহাটে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সামারসিবল পাম্প বিতরণ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সামারসিবল পাম্পসহ যাবতীয় বোরিং মালামাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মোট ৪৮টি নিরাপদ পানি উপকারভোগী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে এ সকল সামগ্রী হস্তান্তর করা হয়।

২০২৪-২০২৫ অর্থবছরের সমগ্র দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ সামগ্রী বিতরণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা বাড়বে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, “সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। বিশুদ্ধ পানি একটি মানবিক চাহিদা, যা পূরণে বর্তমান সরকার গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে কাজ করছে। এই সামারসিবল পাম্প বিতরণের মাধ্যমে স্থানীয় জনগণ নিরাপদ পানির সুযোগ পাবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাব নিরসন হবে। বিশেষ করে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মুসল্লি ও ধর্মীয় উপাসনাকারীরা উপকৃত হবেন। একই সঙ্গে সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজনীয় নিরাপদ পানি সংগ্রহ সহজ হবে।

সরকারি এ উদ্যোগের ফলে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন। তারা প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখা ও ভবিষ্যতে আরও বেশি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান।



banner close
banner close