মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সিংগাইরে ভেজাল সারসহ দুই জন আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪৪

শেয়ার

সিংগাইরে ভেজাল সারসহ দুই জন আটক
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ভেজাল ১২ বস্তা টিএসপি সারসহ দুই জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারের মুন্নু এন্টারপ্রাইজ নামের সার-বিষের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

আটককৃতরা হলেন মুন্নু এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল মান্নান খানের ছেলে মো. বিশাল খান ও হেমায়েতপুরের অটোচালক মো. মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে একটি অটোবাইকে সার আনতে দেখে এক উপসহকারী কৃষি কর্মকর্তার সন্দেহ হয়। পরে সার পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে তাদের আটক করা হয়। এসময় উপজেলা প্রশাসন মুন্নু এন্টারপ্রাইজ থেকে ১২ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে। দীর্ঘদিন ধরে এই দোকানের মাধ্যমে হেমায়েতপুর থেকে ভেজাল সার এনে বিক্রি করা হচ্ছিল বলেও জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘ভেজাল টিএসপি সারসহ দুই জনকে আটক করা হয়েছে। নিয়মিত আইনে মামলা দিয়ে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।’



banner close
banner close