মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রামুতে এক লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

রামুতে এক লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা টু সোনাইছড়ি সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম আবু তাহের। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী জানান, এ সময় তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

থানার একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।



banner close
banner close