সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত আব্দুর রহমানের মরদেহ তিনদিন পর হস্তান্তর করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ডোনা সীমান্তের বাঙালিপাড়া এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ভোরে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয়।
এর গত শুক্রবার জুমার নামাজের পরে ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবক আব্দুর রহমান। কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তবর্তী বড় চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়রা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তার মৃত্যু হয় বলে দাবি করেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলেও জানান স্থানীয় লোকজন।
আরও পড়ুন:








