ছবি: বাংলা এডিশন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে গ্রেফতারের পর পরোয়ানাভুক্ত আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তার স্বজনরা। এতে একজন এএসআইসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এতে গুরুতর আহত এএসআই শেখ সাদি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) একাধিক মামলার আসামী। তাকে গ্রেফতারের সময় পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। পুলিশের তৎপরতায় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। তিনি আরও জানান, পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রেখেছে।
আরও পড়ুন:








