বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে নানা কর্মসূচি পালন

রেজাউল করিম লিটন, (চুয়াডাঙ্গা)

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৪

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০১

শেয়ার

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে নানা কর্মসূচি পালন
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১ টায় একই স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে এ্কই স্থানে এসে শেষ হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি মো. শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিজিএমইএ ‘র সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলুর সঞ্চালনায় সভায় সাংগঠনিক সম্পাদক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ হাসান মিল্টন এবং পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।



banner close
banner close