বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে কেক কাটা হয়। পরে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এ.বি.এম. মুমিনুল হক, এড. শফিকুল ইসলাম, এড. তরিকুল ইসলাম রুমা, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম প্রমুখ।

উক্ত সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের দল। ৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম নিয়েছিলো, যিনি স্বাধীনতার ঘোষক হিসেবে বাঙালি জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন। তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বক্তারা বিএনপিকে দেশের মানুষের মুক্তির একমাত্র ভরসা হিসেবে উল্লেখ করেন।

এসময় আলোচনা সভা ও কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।



banner close
banner close