বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

চবি ও বাকৃবি শিক্ষার্থী-শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

জবি প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫১

শেয়ার

চবি ও বাকৃবি শিক্ষার্থী-শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জবি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এ ধরনের বর্বর ও অমানবিক হামলা চরম নিন্দনীয়। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নামে পরিচালিত হামলারও সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়ীদের বিচারের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদের বিস্তার রোধে সবার ঐক্য অটুট রাখতে হবে এবং যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।



banner close
banner close