বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪৪

শেয়ার

সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, রোববার সকালে কক্সবাজার থেকে পাবনায় ফেরার পথে হাটিকুমরুল মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। পরে মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেনপাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা (৪২), যুবদলকর্মী আমিনুল ইসলাম রনি (৪৫) এবং সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মণ্ডল (৪৮)।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা এবং জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম জানান, তারা ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছেন। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।



banner close
banner close