বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বাগেরহাটে ‘অপারেশন ক্লিন হোম’ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৪

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৫

শেয়ার

বাগেরহাটে ‘অপারেশন ক্লিন হোম’ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি
ছবি: বাংলা এডিশন

“অপারেশন ক্লিন হোম, সুস্থ জীবন”শ্লোগানে বাগেরহাটে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

বক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল আল মামুন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্র্যাকের প্রতিনিধি তন্ময় সাহা ও প্রোগ্রাম অফিসার মোঃ শামীম রেজা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।



banner close
banner close