বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় হঠাৎ মৃদু তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩৮

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২৬

শেয়ার

চুয়াডাঙ্গায় হঠাৎ মৃদু তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি
প্রতীকী ছবি

হঠাৎ করেই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। এ অবস্থায় ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার বেলা ৩টার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এরপর থেকে তাপমাত্রা ওঠানামা করলেও ৩৬ ডিগ্রির উপরে ওঠেনি। তবে ৪০ দিন পর আজ সোমবার জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো।

এদিকে, হঠাৎ রোদের তাপ ও ভ্যাপসা গরমে গরম পড়ায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকরা।

শহরের জনসাধারণের মতামত; ‘অনেক দিন পর আজ রোদের তীব্রতা ছিল অনেক। ভ্যাপসা গরম পড়ছে।’

স্থানীয়রা জানান, ভ্যাপসা গরম পড়ছে। অনেকদিন গরম বোঝা যায়নি। তবে আজ লোডশেডিংও হচ্ছে বারবার।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্তব্যরত পর্যবেক্ষক তাহমিনা বলেন, গত ২৩ জুলাই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর আজ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর বলেন, লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই লঘুচাপের আগে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। যা স্থায়ী থাকে না।



banner close
banner close