কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ–পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
শনিবার (৩১ আগস্ট) সকাল ৬টার দিকে সাগরের বাদর হাচা এলাকায় বাংলাদেশের জলসীমায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাছ ধরার সময় হঠাৎ দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা এসে তিনটি ট্রলার ঘিরে ফেলে। এরপর জেলেদের ধরে মিয়ানমারের ভেতরে নাইক্ষ্যংদিয়া ঘাঁটিতে নিয়ে যায়।
অপহৃতরা সবাই সেন্ট মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব। অপহৃত ট্রলার তিনটির মালিক আবছার, আবু তাহের ও আলমগীর।
সেন্ট মার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে বাংলাদেশের জলসীমার ভেতর থেকেই আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে গেছে। বিষয়টি ইতোমধ্যে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।”
এর আগে গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত অন্তত ৬৯ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের কাউকেই এখনো ফেরত দেওয়া হয়নি।
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ গত ২৮ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, আরাকান আর্মির হাতে বর্তমানে অন্তত ৫১ জন বাংলাদেশি জেলে জিম্মি অবস্থায় রয়েছে।
আরও পড়ুন:








