মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা–পুলিশ স্থানীয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আশরাফুজ্জামান দর্শনা জয়পুর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তালাবদ্ধ একটি ব্যাগসহ তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। মাগুরা সদর থানা–পুলিশকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে মাগুরা থেকে পুলিশের একটি দল তাঁকে গ্রহণের জন্য চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। মাগুরা পুলিশের উপস্থিতিতে তাঁর ব্যাগ খোলা হবে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “আশরাফুজ্জামান হিসামকে চুয়াডাঙ্গায় আটকের খবর পেয়েছি। তাঁকে আনতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”
আরও পড়ুন:








