খুলনার খানজাহান আলী (রহ.) সেতুর নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। রবিবার সন্ধ্যা সাতটার দিকে রূপসা সেতুর দুই নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দৈনিক সংবাদ প্রতিদিন-এর খুলনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক ঝালমুড়ি বিক্রেতা জানান, বুলু স্বেচ্ছায় সেতু থেকে নিচে লাফ দেন। খবর পেয়ে প্রথমে লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি নৌ-পুলিশকে জানান। পরবর্তীতে নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ জানায়, উদ্ধারকালে তার পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল এবং পিঠের অংশে কয়েকটি আঘাতের দাগও দেখা যায়। তবে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পিবিআই ও সিআইডি টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
জানা যায়, গত ১১ মে থেকে সাংবাদিক বুলুর স্ত্রী নিখোঁজ রয়েছেন। দীর্ঘ ২৫ বছরের বৈবাহিক জীবনে তার কোনো সন্তান ছিল না।
বুলুর আকস্মিক মৃত্যুর ঘটনায় খুলনার সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আরও পড়ুন:








