মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

বাসর ঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ২০:৩৫

শেয়ার

বাসর ঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে ১৮ বছর বয়সী এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। মামলার পর স্বামী আসিফ মিয়াকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে বিয়ের পর নববধূকে নিয়ে নিজ বাড়িতে যান স্বামী। পরদিন বৃহস্পতিবার রাতে কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় নববধূকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, শারীরিক নির্যাতন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার সকালে স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করে পুলিশ। তবে তদন্তের পর ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশ তদন্ত ছাড়াই ছেড়ে দিয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, 'ভুক্তভোগীর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এতে স্বামী আসিফ মিয়ার নাম উল্লেখসহ চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।'

তিনি বলেন, 'মামলায় অন্য ছয়জনের নাম না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।'



আরও পড়ুন:

banner close
banner close