মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জেলা প্রশাসকের অবহেলায় বঞ্চিত প্রকৃত যোদ্ধারা, ক্ষোভে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৯:৫০

শেয়ার

জেলা প্রশাসকের অবহেলায় বঞ্চিত প্রকৃত যোদ্ধারা, ক্ষোভে মানববন্ধন ও বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

প্রকৃত আহত যোদ্ধাদের এমআইএস তালিকায় ও গেজেটে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জেলা প্রশাসকের অবহেলার অভিযোগ তুলে এর প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী করেছে জুলাই যোদ্ধারা।

আজ রোবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের পাঠাগার মাঠ থেকে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের ব্যানারে এ কর্মসুচী পালন করেন তারা।

এর আগে তালিকা বঞ্চিত জুলাই যোদ্ধারা একত্রিত হয়ে জেলা শহরের পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ কর্মসুচি পালন করেন তারা।

এসময় তারা অভিযোগ করে বলেন, গোটা শরীরে বুলেটের চিহ্ন থাকার পরেও শুধুমাত্র জেলা প্রশাসকের অবহেলার কারনে এমআইএস ও গেজেটে প্রকৃত আহতদের অনেকেই তালিকা থেকে বাদ পরেছে। বার বার জেলা প্রশাসকের দারস্ত হয়েও কোনভাবেই মুল্যায়ন করেননি। অথচ যারা জুলাই আগস্টে সম্পৃক্ত ছিলনা তাদের তালিকায় আনা হয়েছে। শুধু তাই হাতে গোনা চার থেকে পাঁচজন জেলা প্রশাসক ইশরাত ফারজানা (ডিসির) পাশে বসে থাকে তারাইকি ঠাকুরগাঁওয়ের জুলাই যোদ্ধা। যারা আন্দোলনে ছিল ডিসি তাদেও ডাকেন না। ডাকেন সুবিধাবাদিদের কয়েকজনকে। গেল কিছুদিন আগে শহরে জুলাই যোদ্ধাদের একটি অনুষ্ঠান হয়। সেখানে বরাদ্দ ছিল ৬ লাখ টাকা। সেটি কি ছয় লাখ টাকার অনুষ্ঠান ছিল তার হিসেবে চান বক্তারা।

তারা আরো বলেন, এটা আপনার বাজেট নয়। এই বাজেট ছিল যারা সেদিন যারা আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা, রিক্সাওয়ালা, দোকানদার, সংবাদকর্মীসহ সকলের আমরা তার হিসেব চাই। একই সাথে তারা বলেন অবিলম্বে প্রকৃতদের মুল্যায়ন করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচী পালনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, প্রকৃত জুলাইযোদ্ধাদের কাগজপত্র প্রেরণ করলে তা খতিয়ে দেখে তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে। একই সাথে তিনি বরাদ্দকৃত অর্থ খরচের বিষয়ে সচ্ছতা রয়েছে বলে দাবি করেন।



banner close
banner close