চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট ও মিরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। ছড়াচ্ছে দুর্গন্ধ, পোকার বিস্তারসহ হচ্ছে পরিবেশদূষণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, বারইয়ারহাট পৌরসভার দক্ষিণ ইউ-টার্ন সংলগ্ন মহাসড়কের পাশে স্তূপাকারে জমে আছে ময়লা। এসব আবর্জনার মধ্যে পশুর নাড়িভুঁড়ি, মুরগির পরিত্যক্ত বর্জ্যসহ দুর্গন্ধযুক্ত নানা বস্তা ও পচা ময়লা রয়েছে।
স্থানীয় পথচারী প্রবাসী কাওছার জানান, সড়কের এ অংশে যেহেতু ইউ-টার্ন আছে তাই এখানে এসে গাড়ি স্লো করতে হয়। অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় যখন গাড়ি ক্রস করে। তবে এখানে এক মিনিট দাঁড়ানোরও অবস্থা নেই। ময়লাগুলো সড়কজুড়ে পড়ে আছে।
রিকশা চালক মতিন জানান, সকালে ময়লার কারণে একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এগুলো পৌরসভার দায়িত্বে থাকা লোকজনের অবহেলার ফল।
আরেক পথচারী নারগিস জানান, দুর্গন্ধের কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমরা চলাফেরা করতে পারি না।
মাওলানা আনোয়ার হোসেন বলেন, পৌরসভার লোকজন ময়লাগুলো সড়কে এনে ফেলে রেখে যাচ্ছে। এগুলো দেখার কেউ নেই। আমরা দাবি জানাচ্ছি, অতিদ্রুত যেন এগুলো অপসারণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, বর্জ্যগুলো অন্যত্র অপসারণের জন্য মাঝপথে কাজ হচ্ছিল, কিন্তু অজানা কারণে শেষ হয়নি। তবে আশা করছি দ্রুত এর সমাধান হবে। আর বর্জ্য সড়কে আসার বিষয়টি আমি খতিয়ে দেখছি।
আরও পড়ুন:








