মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

ফেনীতে টাইফয়েড টিকা কর্মসূচি জোরদার করতে মাঠে নেমেছেন সিভিল সার্জন

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৭:২৫

শেয়ার

ফেনীতে টাইফয়েড টিকা কর্মসূচি জোরদার করতে মাঠে নেমেছেন সিভিল সার্জন
ছবি: সংগৃহীত

আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনেশন (টিসিভি) ক্যাম্পেইনকে সামনে রেখে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম জোরদার করতে ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে, রবিবার, ৩১ আগস্ট ২০২৫ তারিখে তিনি ফেনী সদর উপজেলার একটি মাদ্রাসা ও দুটি স্কুলসহ মোট তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলোতে সরাসরি উপস্থিত হয়ে তিনি কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য উৎসাহিত করেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ফেনী সদর উপজেলার ধূম সাহাদ্দা রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, বালিগাঁও উচ্চ বিদ্যালয় এবং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। পরিদর্শনকালে তিনি সেসব শিক্ষার্থীদের চিহ্নিত করেন যাদের এখনো টিকাদানের জন্য নিবন্ধন সম্পন্ন হয়নি। প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সুফল পেতে নির্ধারিত সময়ের মধ্যে সকলকে নিবন্ধনের আওতায় আসার জন্য বিশেষভাবে তাগাদা দেন।

শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনের সময় শিক্ষার্থীদের মাঝে নিবন্ধন করার পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করে মুদ্রিত লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই যেন সহজে নিবন্ধন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়।

এই গুরুত্বপূর্ণ পরিদর্শন কার্যক্রমে ফেনীর সিভিল সার্জনের সঙ্গে একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন

এবং জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট। এছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



আরও পড়ুন:

banner close
banner close