এনসিপির সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অনিক রায়। প্রধান বক্তা ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ঋআজ মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক রাকিব হোসেন, যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক আকরাম হোসাইন।
এ সময় এনসিপির শরীয়তপুর জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সংগঠনের রাজনৈতিক অবস্থান, স্থানীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








