বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

মাদারীপুর মাতিয়ে গেলেন লন্ডন প্রবাসী জিনাত শফিক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৫:২৬

আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ ১৫:২৮

শেয়ার

মাদারীপুর মাতিয়ে গেলেন লন্ডন প্রবাসী জিনাত শফিক
ছবি: বাংলা এডিশন

মুহু মুহু সুরের মূর্ছনায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলণায়তন মাতিয়ে গেলেন ইউরোপ ও লন্ডনের জনপ্রিয় সংগীত শিল্পি জিনাত শফিক।

শনিবার রাতে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলণায়তনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা ও তারুন্য পরিবারের আয়োজনে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ।

শুভাকাশ ইশারা সংগঠনের সভাপতি শফিক স্বপন এর সভাপতিত্বে শুভাকাশ ইশারার সম্পাদক জুম্মান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাব ইউরোপের সমন্বয়কারী জাহাঙ্গীর হাওলাদার,সমন্বয়কারী শফিক খান, সংগীত শিল্পী জিনাত শফিক, তারুন্য পরিবারের সোহাগ হাসান প্রমুখ।

মাদারীপুরের স্থানীয় শিল্পিদের সংগীতের পর মঞ্চ মাতালেন ইউরোপ ও লন্ডনের জনপ্রিয় শিল্পি জিনাত শফিক।



banner close
banner close