বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

গাইবান্ধায় কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৫:২০

শেয়ার

গাইবান্ধায় কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় ভাংরি ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘মূর্তিটি দেখতে কষ্টিপাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close