শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৪:২৭

শেয়ার

নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির জেলা শাখা।

শনিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে শেষ হয়।

সময় নেতাকর্মীরা স্লোগান দেন— “জুলাই যোদ্ধা আহত কেন, প্রশাসন জবাব দে”, “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”, “আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে”, “নুরের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দেপ্রভৃতি।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে যৌথ বাহিনী হামলা চালিয়েছে। এতে ভিপি নুরসহ বহু নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা বলেন, “ হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেফতারের দাবি জানান।



banner close
banner close