সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৭টি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ২২:১৬

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৭টি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক হয়রানিমূলক মামলার জট খুলতে বড় অগ্রগতি হয়েছে। জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খানের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা ইতোমধ্যেই ২৬৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত মঞ্জুর করেছে।

অ্যাডভোকেট ফখর উদ্দিন জানান, এ পর্যন্ত তিনি মোট ৪২৬টি মামলা আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। এর মধ্যে ২৬৭টি মামলা প্রত্যাহার হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আরও ৩০০টি মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে, যা পর্যালোচনাধীন।

তিনি বলেন, 'আমি সার্বক্ষণিকভাবে এ প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করছি, যাতে ব্রাহ্মণবাড়িয়ার নিরীহ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেয়ে ন্যায়বিচারের স্বস্তি ভোগ করতে পারেন।'



banner close
banner close