বাগেরহাটে পুলিশ পরিচয়ে একটি বাড়ির ঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি ডাকাতি ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামে মোঃ আসাদ শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত রাত আনুমানিক তিন টার দিকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ৪-৫ জন ব্যক্তি বাড়ির প্রাচীর টপকে বাড়ীর ভেতরে প্রবেশ করে। পরে তারা পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বললে বাড়ীর গৃহকর্তা দরজা খুলে দিলে পুলিশের পোশাক পরা ৫-৬ জন ঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ঘর তল্লাশি চালিয়ে নগদ কয়েক লাখ টাকা, বিপুল পরিমান স্বর্ণালঙ্কার এবং বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ওই রাতেই সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির সাথে জড়িত দুইজনকে আটক করেছে। আটককৃতদের বাড়ি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় আটক এবং উদ্ধারও আছে তবে মামলা রুজু হলে বিস্তারিত জানানো হবে। এ নিউজ লেখা পর্যন্ত মামলা রুজু হয়নি।
আরও পড়ুন:








