শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ২১:৩৫

শেয়ার

বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালু উত্তোলন নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা ও সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা দু’জনই গোপালপুর গ্রামের বাসিন্দা। এর জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আবু সুফিয়ান সুজা ও নাজিম উদ্দিন আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে সাতটা পর্যন্ত গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close