শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ২০:৩৯

শেয়ার

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন
গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন। ছবি: বাংলা এডিশন

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটায় খুলনা প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক নবাব। এসময় উপস্থিত ছিলেন এইচ এম আলাউদ্দিন, মুস্তাফা জামান পপলু, কৌশিক দে, আব্দুর রাজ্জাক রানা, প্রবীর কুমার বিশ্বাস, মোঃ বিল্লাল হোসেন সজল, মোঃ মিলন, ইমাম হোসেন সুমনসহ বিভিন্ন গণমাধ্যমে খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উপস্থিত সাংবাদিকরা গাজায় নৃসংস হামলা ও কর্মরত সাংবাদিকদের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের প্রতিও আহবান জানান।

এছাড়াও তারা স্লোগান দিয়ে বলেন, বাংলাদেশেসহ সারা বিশ্বের সকল স্থানের সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ হোক। সাংবাদিকতা অপরাধ নয়। মুক্ত কন্ঠে সাংবাদিকতা করতে দাও। গণমানুষের কথা বলতে দাও।



banner close
banner close