পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত বিভিন্ন আবাসিক হল কমিটিকে স্বজনপ্রীতি ও বিতর্কিত আখ্যায়িত করে অবিলম্বে এইসব কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজের শহীদ শামসুজ্জোহা মুসলিম হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করে কলেজের প্রধান গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওশন কবির, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা জিহাদ হোসেন, ওয়াহেদুজ্জামান নাইস, মিরাজুল ইসলাম বাঁধন, তুষার, রাজিব, নাঈম, সাব্বির প্রমুখ।
বক্তারা বলেন, রাতের আঁধারে স্বজনপ্রীতি ও বিতর্কিতদের দিয়ে বিভিন্ন আবাসিক হলের কমিটি দেয়া হয়েছে। ৫ আগস্টের পর যারা ছাত্রদল করছে তাদের দিয়ে কমিটি দেয়া হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই। এমনও আছে তারা কোনো সময় ছাত্রদল করতো না। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে নতুন করে কমিটি করতে হবে।
কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, ‘আমি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনে ভোটের মাধ্যমে কমিটির নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। অথচ কমিটি দেয়া হয়েছে আমি জানতেই পারেনি। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে কমিটি দেয়া হয়েছে। কমিটিতে ত্যাগীদের মুল্যায়ন করা হয়নি।’
এ বিষয়ে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মুঠোফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বলেন, ‘অনেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ করছ। কমিটি সঠিক হয়েছে। বাকী ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে পুর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। আর আমার বিরুদ্ধে প্রাইম নামের প্রতিষ্ঠান থেকে টাকা দাবির যে অভিযোগ করছে যা মিথ্যা। এক ছোট ভাই সেখানে চাকরি করতো, তার বেতন বাকি ছিলো। সেটা বলতে গিয়েছিলাম। টাকা দাবি করার মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’
আরও পড়ুন:








