সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ ১০ ফুট ও ওজন অন্তত ১৫ কেজি। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ সাপটি দেখতে ভিড় জমায়।
বৃহস্পতিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে সাপটি স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়ে।
জানা গেছে, জমিতে হারভেস্টার মেশিনে ধান কাটছিলেন কৃষকেরা। এমন সময় তারা মেশিনের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এসময় কৃষকরা আতঙ্কিত হয়ে সাপটি মারতে উদ্যত হন।
তবে সাদ্দাম হোসেন নামে এক যুবক সাহসিকতার সঙ্গে সাপটিকে বস্তাবন্দি করেন। এ সময় অজগরটি সাদ্দাম হোসেনকে কামড়ে দেয়। তবে অজগর নির্বিষ হওয়ায় শারীরিকভাবে গুরুতর কোনো সমস্যায় পড়েননি সাদ্দাম।
এ প্রসঙ্গে সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা দুপুরে ধান কাটছিলাম। এ সময় মেশিনের নিচে সাপটি দেখতে পাই। সবাই সাপটি মারতে চাইলে, আমি নিজেই সাপটি বস্তায় ভরে উদ্ধার করি। সাপটি আমাকে কামড় দেয়। তবে নির্বিষ জেনে আমি ভয় পাইনি।’
চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন'পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বলেন, ‘প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে সাপটি দেশীয় অজগর। যা ইন্ডিয়ান রক পাইথন নামেও পরিচিত। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির একটি সাপ।’
তিনি আরও বলেন, ‘অতিবৃষ্টির কারণে এটি দেখা দিতে পারে। স্থানীয়রা সাপটি না মেরে উদ্ধার করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। কারণ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সকলেরই সচেতন হওয়া উচিৎ।’
আরও পড়ুন:








