সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাঁচ ডাকাত আটক

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১০:৩৬

শেয়ার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাঁচ ডাকাত আটক
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতি প্রস্তুতির সময় পাঁচজন ডাকাতকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত পৌনে চারটার সময় আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানেরর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠ এলাকায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা পাকা রাস্তার পাশে লোকমানের কাঁঠাল বাগানের সামনে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আলমডাঙ্গার সাহেব নগর ক্যানালপাড়ার পলান প্রামানিক এর ছেলে ছমির উদ্দিন, কুষ্টিয়া মিরপুরের ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন, মেহেরপুরের গাংনীর মৃত ফরমান আলীর ছেলে মো. মুজিবর রহমান, ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দাল হকের ছেলে মো. নাজমুল ইসলাম, কুষ্টিয়া মিরপুর থানার আমলা এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি চাপাতি, একটি দা, একটি লোহার রড, একটি লোহার সাবল, একটি ছোরা, একটি গোছা নাইলনের দড়ি, একটি পুরাতন ব্যাটারিচালিত পাখিভ্যান, যার অনুমানিক মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান সরকার জানান, এদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। ডাকাতি, মাদক, সন্ত্রাস এর বিরুদ্ধে আলমডাঙ্গা থানা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের অভিযান অব্যাহত আছে।



banner close
banner close