রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ০৬:৩৪

শেয়ার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর একের পর এক হামলা চালিয়ে একাধিক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা শ্রীপুর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুটি গাড়িতে হামলা চালায়। হামলায় সাত পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, সুমন মিয়া নামে এক আসামিকে বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ। সুমন উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আটকের পর পুলিশ সদস্যরা তাকে নিয়ে ফেরার পথে প্রথমে বরমী এলাকায় দুর্বৃত্তরা হামলার চেষ্টা চালায়। সেখানে ব্যর্থ হয়ে তারা তালতলী গ্রামের সিসিডিবি ও টেংরা ডিবার পাড় এলাকায় ফের হামলার চেষ্টা করে। একাধিকবার ব্যর্থ হওয়ার পর পুলিশ সদস্যরা টেংরা রাস্তার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে ৮–১০টি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা পুলিশকে ঘিরে ফেলে হামলা চালায়। তারা পুলিশের ওপর হামলা করে সুমনকে ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে একজন আসামিকে ছিনিয়ে নিয়েছে। হামলায় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”



banner close
banner close