গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সার্চ কমিটির উদ্যোগে ‘নতুন বাংলাদেশে বোয়ালীর ভাবনা’শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সাহের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনসিপি শ্রমিক উইংয়ের নেতা সম্রাট শেখ এবং যুবশক্তির নেতা ওবায়দুল আবেদীন উল্লাস।
বক্তারা বলেন, দেশের নতুন প্রজন্মকে এগিয়ে এসে নেতৃত্ব গ্রহণ করতে হবে। উন্নয়নমুখী রাজনীতি ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে গড়ে তুলতে হবে একটি নতুন বাংলাদেশ। এসময় স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়।
বক্তারা আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করাই এই মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য।
আরও পড়ুন:








