বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার এক

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৯:৪৭

আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ ১৯:৪৮

শেয়ার

শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার এক
ছবি: বাংলা এডিশন

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আটককৃত শাহাজাদাকে আদালতে সোর্পদ করে পুলিশ। এর আগে বুধবার বিকেলে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে। গ্রেপ্তারকৃত শাহাজাদা উপজেলার নাকুগাঁও স্থল বন্দরের কাষ্টমস হাউজে অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়কের চাকুরী করতো।

পুলিশ সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় শাহাজাদা নামে এক ব্যক্তি ২০২৩ সালে ৫০ হাজার রুপীসহ পুলিশ হাতে গ্রেপ্তার করে। ভারতীয় অবৈধ রুপী রাখার দায়ের মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

পরে সে আদালত থেকে জামিনে বেড়িয়ে আবারও ভারতীয় রুপীর অবৈধ লেনদেন শুরু করে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানকালে শাহাজাদাকে ৭৫ হাজার ভারতীয় অবৈধ রুপীসহ আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বৃহস্পতিবার বিকেলে বলেন, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close