নওগাঁ পৌরসভার হঠাৎ কর বৃদ্ধি সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপিটি প্রদান করেন জেলা জামায়াতের নেতারা। স্মারকলিপিটি গ্রহণ করেন পৌর প্রশাসক টি এম মমিন।
স্মারকলিপিতে নাগরিক স্বার্থ বিবেচনায় কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, জরুরি ভিত্তিতে রাস্তাঘাট সংস্কার ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, নাগরিকদের সাথে আলোচনা করে উন্নয়ন কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করা এবং অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।
ভুক্তভোগী নজরুল ইসলাম অভিযোগ করেন, তার কর ৭২০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ২০০ টাকায়। তিনি অসুস্থ ও আয়ের উৎস না থাকলেও পৌরসভা কর প্রদানের জন্য চাপ দিচ্ছে।
জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম জানান, ‘পৌরসভা অযৌক্তিকভাবে কর বৃদ্ধি করেছে। কারও ২০০ টাকার কর ২০ হাজারে, আবার কারও ৫০০ টাকার কর ৫০ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। অথচ নাগরিকরা কোন সেবা পায় না। আমরা প্রস্তাব দিয়েছি পূর্বের করের দ্বিগুণ করা হোক, তবে এভাবে অযৌক্তিক কর বৃদ্ধি মেনে নেওয়া হবে না।’
তিনি আরও জানান, পৌর প্রশাসক কর কমানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে পৌরসভার অনিয়ম জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছে জামায়াত।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন ও জেলা সেক্রেটারি আ.স.ম. সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








