ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিবেশ সুষ্ঠু রাখতে এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে রাষ্ট্রীয় যেকোন বাহিনী বা প্রতিষ্ঠানের সহযোগিতা বিশ্ববিদ্যালয় নেবে বলে জানিয়েছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তার পরিকল্পনা বলছে। নিরাপত্তার স্বার্থে এখন তাদের (সেনাবাহিনী) যদি প্রয়োজন মনে হয় সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিবো তখন বিশ্ববিদ্যালয় সেটি ব্যবস্থা করবে। আমরা তিন স্তরের নিরাপত্তার কথা বলেছিলাম, এখন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয় আমরা তখন তাদের রাখতে পারি।’
বৃহস্পতিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান চীফ রিটার্নিং কর্মকর্তা।
এর আগে লিখিত বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আগস্ট ২৪ পরবর্তী সময়ে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসারসহ সহায়ক অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ বেসামরিক বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এমন অবস্থায় নির্বাচন কমিশন, ডাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করার পরিকল্পনা করেছে। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যেকোন বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে।’
আরও পড়ুন:








