বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ডিবির হাতে দুই চোরাই মোটরসাইকেলসহ আটক এক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৯:১৫

শেয়ার

ডিবির হাতে দুই চোরাই মোটরসাইকেলসহ আটক এক
চোরাই মোটরসাইকেল। ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ মহিনুর বিশ্বাস (খোকন) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুরে সলেমানপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,কোটচাঁদপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য,অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৌরসভাধীন সলেমানপুর গ্রামে মহিনুর বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাড়ির উঠান থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোটরসাইকেল দুইটি হলো, ইয়ামাহা কোম্পানির জলপাই রঙের পুরনো MT-15 ও সুজুকি কোম্পানির নীল রঙের পুরনো GIXXER মোটরসাইকেল। যার রেজিস্ট্রেশন নম্বর ঝিনাইদহ ল-১২-০২২১।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক এসআ 'ই মহিতুর রহমান বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় মামলা করেন। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়,মামলার প্রধান আসামি মহিনুর বিশ্বাস খোকন কে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে খোকন।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, এ মামলায় ২ জনকে আসামি করা হয়েছে।এর মধ্যে একজন আটক হয়েছে,অন্যজন পলাতক রয়েছে। এ সময় ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।



banner close
banner close