বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্য সৃষ্টিতে সক্ষম: রাজিব আহসান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৭:১৬

শেয়ার

বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্য সৃষ্টিতে সক্ষম: রাজিব আহসান
ছবি সংগৃহীত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখেন। তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি ও অব্যবস্থাপনার মধ্য থেকে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের পৌরভাসানি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজিব আহসান বলেন, “দেশের ক্রান্তিকালে সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখেন। তিনিই জাতীয় ঐক্য সৃষ্টিতে সক্ষম। তিনি বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, দলটি কটুক্তি বা চরিত্র হননের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনাকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। গণতন্ত্রপ্রিয় জনগণ এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করলেও কোনো ভুল বা অন্যায় করলে সব ত্যাগ বৃথা যাবে। জনগণের ভালোবাসায় নেতা হতে হবে; জুলুমবাজের ঠাঁই বিএনপিতে নেই।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, প্রথম সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যোগাযোগবিষয়ক সম্পাদক আব্দুল আলীম এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জল ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী জোয়ারদার, তানভীর সাকিল, আব্দুল বারী এবং লিমন তালুকদার। জেলার ১৮টি ইউনিটের নেতাকর্মীরা সভায় অংশ নিয়ে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ের কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন।



banner close
banner close