সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজবাড়ীতে শিক্ষার্থী আন্দোলনে গুলির ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ০৭:৩০

শেয়ার

রাজবাড়ীতে শিক্ষার্থী আন্দোলনে গুলির ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. . আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বড় ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং মৃত . মালেক মিয়ার ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামি আব্দুল মান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত আগস্ট দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়েবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- অংশ নিতে জড়ো হয় শতাধিক শিক্ষার্থী। সময় আওয়ামী লীগ সমর্থিত একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হন শিক্ষার্থী জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না বিল্লাল হোসেনসহ আরও অনেকে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হন আরও কয়েকজন।

ঘটনার প্রায় এক মাস পর, গত সেপ্টেম্বর আহত শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।



banner close
banner close