সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার ডুমুরিয়ায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায় আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ২২:৪১

আপডেট: ২৭ আগস্ট, ২০২৫ ২২:৪২

শেয়ার

খুলনার ডুমুরিয়ায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায় আটক
ছবি সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় ১৫ বছর বয়সী কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। তিনি জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু। বুধবার (২৭ আগস্ট) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।

শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন।

এদিকে গৃহকর্তা ও কর্ত্রী বাড়িতে না থাকায় রাত ৩টার দিকে ধর্মগুরু মেয়ের সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।

মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে বলে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের এক কন্যা শিশু ধর্ষণের ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।



banner close
banner close